এফএনএস : আজ (শুক্রবার) ১৪ ফেব্র“য়ারি’২০২২। পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শহর পানিতে বাপ দিয়ে মৃত্যুবরণ (১৫৩৭)। ঘেন্টে প্রবেশ করে রোম স¤্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদেরকে একে একে হত্যা (১৫৪০)। কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত (১৬৬৩)। কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত (১৮৮১)। যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভ‚ত (১৮৯৩)। ইউয়নে শি-কাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি (১৯১২)। ইলিনয়ের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্দী ৭ জনকে হত্যা করা হয়। যা ভালোবাসা দিবসের হত্যাকান্ড হিসেবে পরিচিত (১৯২৯)। বাংলাদেশকে ফ্রান্সের স্বীকৃতি (১৯৭২)। বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু (১৯৭৪)। ভারতের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় ৯০ যাত্রী নিহত (১৯৯০)। সিলেট শাহজালাল বিশ^বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু (১৯৯১)।