এফএনএস : আজ (মঙ্গলবার) ২০ সেপ্টেম্বর, ২০২২। মক্কা ছেড়ে হযরত মুহাম্মদ (সঃ) এর মদিনায় হিজরত (৬২২)। দিলীর সুলতান ফিরোজ শাহ তুঘলকের মৃত্যু (১৩৮৮)। জোয়াও দ্য সিলভার ভাইসরয় হয়ে ভারতে আগমন (১৬৪০)। অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু (১৮৫৪)। বিদ্রোহী সিপাহীদের কাছ থেকে ব্রিটিশ সেনাদের দিলী পুনর্দখল (১৮৫৭)। যুক্তরাষ্ট্রের ২১তম প্রেসিডেন্ট হিসেবে চেষ্টায় এ আর্থারের শপথ গ্রহণ (১৮৮১)। আফগানিস্তানের জাতীয় সংসদে নতুন সংবিধান অনুমোদন (১৯৬৪)। জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় সংশোধনী বিল গৃহীত (১৯৭৩)। উত্তর ভারতে প্রচন্ড ভ‚মিকম্পে ৫ শতাধিক নিহত (১৯৯১)। ঢাকায় আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন (১৯৯২)। পুলিশের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাই মরতুজা ভুট্টো ৭ সঙ্গীসহ নিহত (১৯৯৬)।