এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২২ সেপ্টেম্বর, ২০২২। দামেস্কের সুলতান সুলায়মানের মৃত্যু (৭১৬)। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু (১৫৯৯)। ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৭৯২)। ক্রীতদাস মুক্তির ঘোষণায় আব্রাহাম লিংকনের স্বাক্ষর (১৮৬২)। সুদানি প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে স্বাধীন মালি প্রজাতন্ত্র নামকরণ (১৯৬০)। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর ইন্তেকাল (১৯৭৯)। ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু (১৯৮০)। প্রেসিডেন্ট জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জন সামরিক অফিসারের মৃত্যুদন্ড কার্যকর (১৯৮১)। রাশিয়ায় সাংবিধানিক সঙ্কট শুরু (১৯৯৩)। পোল্যান্ডের নির্বাচনে বাম জোটের বিজয় (১৯৯৩)।