এফএনএস : আজ (শনিবার) ২৪ সেপ্টেম্বর, ২০২২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়রকোর্ট স্থাপনের অনুমতি লাভ (১৭২৬)। যুক্তরাষ্ট্রে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা (১৭৮৯)। সিপাহী বিদ্রোহের বীরযোদ্ধা নানা সাহেবের নেপালে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ (১৮৫৯)। ঘূর্ণিঝড়ে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি (১৯১৯)। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (ওউঅ) গঠিত (১৯৬০)। সোভিয়েত ইউনিয়নের বাজার অর্থনীতির প্রতি সম্মতি (১৯৯০)।