এফএনএস : আজ (শুক্রবার) ৩০ সেপ্টেম্বর, ২০২২। মোগল স¤্রাট আওরঙ্গজেবের গোলকুন্ডা দখল (১৬৮৭)। চিকিৎসা ক্ষেত্রে প্রথম অ্যানেসথেশিয়ার ব্যবহার (১৮৪২)। ইতালিতে মুসোলিনির প্রথম সরকার গঠন (১৯২২)। পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা (১৯২৮)। বিবিসির প্রথম পরীক্ষামূলক টিভি স¤প্রচার (১৯২৯)। পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মান ও সোভিয়েত ইউনিয়নের চুক্তি স্বাক্ষর (১৯৩৯)। ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু (১৯৩৯)। বাংলাদেশে কার্ডফোন ব্যবস্থা চালু (১৯৯২)। ভারতের মহারাষ্ট্রে ভ‚মিকম্প। ২০ সহ¯্রাধিক নিহত (১৯৯৩)।