এফএনএস : আজ (মঙ্গলবার) ০৪ অক্টোবর, ২০২২। ইংরেজি ভাষায় প্রথম বাইবেল ছাপা সম্পন্ন (১৫৩৫)। লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত (১৮১৩)। বেলজিয়ামের স্বাধীনতা ঘোষণা (১৮৩০)। সর্বসাধারণের ব্যবহারের স্বার্থে লন্ডনে পাতাল রেল চালু (১৯১১)। স্পুটনিক-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাশূন্য অভিযানের সূচনা (১৯৫৭)। আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু (১৯৫৮)। জাম্বিয়ার পূর্ণ স্বাধীনতা লাভ (১৯৬৩)। ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা। ১১১ বন্দী নিহত (১৯৯২)। নেপালের রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ (২০০২)।