এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৬ অক্টোবর’ ২০২২। ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন (১৭০২)। কবি আলফ্রেড টেনিসনের মৃত্যু (১৮৯২)। বসনিয়া ও হারজেগোভিনার ভ‚খন্ড অস্ট্রিয়ার অধিভুক্ত (১৯০৮)। তুর্কী সা¤্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম (১৯১৮)। চিয়াং কাইশেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত (১৯২৮)। মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ তার্থযাত্রী নিহত (১৯৭২)। ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু (১৯৭৩)। থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান (১৯৭৬)। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেনাবাহিনীর হাতে নিহত (১৯৮১)। বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর (১৯৯৫)।