এফএনএস : আজ (বুধবার) ১২ অক্টোবর, ২০২২। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল (রা:) কর্তৃক মদিনার মসজিদে সর্বপ্রথম আযান (৬২২)। কলম্বাসের আমেরিকা আবিষ্কার (১৪৯২)। ইংল্যান্ডের রাজা ৬ষ্ঠ এডওয়ার্ডের জন্ম (১৫৩৭)। ব্রিটিশ সেনাবাহিনীর দক্ষিণ ভারতের নাগাপাট্টম অধিকার (১৭৮১)। কবি কামিনী রায়ের জন্ম (১৮৬৪)। বিষুবীয় গিনির স্বাধীনতা লাভ (১৯৬৮)। ড. কামাল হোসেন কর্তৃক সমাজতন্ত্রে উত্তরণের জন্য গণপরিষদে বাংলাদেশের খসড়া সংবিধান পেশ (১৯৭২)। কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু (১৯৯২)। পাপুয়া নিউগিনির সরকার প্রধান থিয়োডের নিহত (১৯৯৬)। পাকিস্তানে জেনারেল পারভেজ মোশাররফের সেনা অভ্যুত্থানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত (১৯৯৯)।