এফএনএস : আজ (রোববার) ১৬ অক্টোবর, ২০২২। মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকত জং পরাজিত ও নিহত (১৭৫৬)। ফরাসি বিপ্লবের সময় রানী ম্যারি এন্তোনেতের শিরচ্ছেদ (১৭৯৩)। ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপাটের হেলেনা দ্বীপে নির্বাসন (১৮১৫)। বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন (১৯০৫)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধন (১৯১৬)। বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস। ৪০ হাজার লোক নিহত (১৯৪৩)। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে জনসভায় নিহত। চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ (১৯৬৪)। এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ (১৯৯৭)। লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেফতার (১৯৯৮)।