এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২৭ অক্টোবর, ২০২২। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত (১৭৭৫)। ফরাসিদের আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা (১৭৯৮)। ফরাসিদের বার্লিন দখল (১৮০৩)। মরমী শিল্পী আব্বাসউদ্দীনের জন্ম (১৯০১)। ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ (১৯১৭)। জেঃ আইয়ুব খানের নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা (১৯৫৮)। কঙ্গো কিনসাসের নাম বদলে জায়ার প্রজাতন্ত্র ঘোষণা (১৯৭১)। সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ (১৯৭৯)। সোভিয়েত প্রজাতন্ত্রের তুর্কমেনিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। বিপ্লবের পর পোল্যান্ডে প্রথম সংসদ নির্বাচন (১৯৯১)।