এফএনএস : আজ (বুধবার) ১৬ ফেব্র“য়ারি ২০২২। অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার সূত্রপাত (১৭০৪)। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্ম (১৭৩২)। ফরাসিদের স্পেন দখল (১৮০৮)। লাইফ বোটের উদ্ভাবক লিওলেন লুকিনের মৃত্যু (১৮৩৪)। স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা (১৮৭৩)। পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা (১৯৩৬)। ফিদেল ক্যাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৫৯)। কুষ্টিয়ায় জনসভার মঞ্চে প্রকাশ্য ব্রাশফায়ারে জাসদ নেতা কাজী আরেফসহ ৫ জন নিহত (১৯৯৯)।