এফএনএস : আজ (শুক্রবার) ২৮ অক্টোবর, ২০২২। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৬৩৮)। জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ গালিভারস ট্রাভেলস প্রকাশিত (১৭২৬)। মাইকেল ফ্যারাডে কর্তৃক প্রথম ডাইনামো প্রস্তুত (১৮৩১)। আমেরিকায় স্টাচু অব লিবার্টির উদ্বোধন (১৮৮৬)। চেকোশ্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯১৮)। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু (১৯২০)। ইতালির গ্রিস আক্রমণ (১৯৪০)। মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর (১৯৪৪)। ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত (১৯৮৯)। পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টির পুনরায় বিজয় (১৯৯১)।