এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৩ নভেম্বর ২০২১। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর শাহাদাত (৬৪৪)। মোগল সা¤্রাজ্যের শেষ স¤্রাট আলমগীর আওরঙ্গজেবের জন্ম (১৬১৮)। লেখক, রাজনীতিক আবুল কালাম শামসুদ্দীনের জন্ম (১৮৯৭)। কলম্বিয়ার অধীন থেকে পানামার স্বাধীনতা ঘোষণা (১৯০৩)। তুরস্কে আরবি হরফ নিষিদ্ধ করে রোমান হরফ চালু (১৯২৮)। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন (১৯৪৮)। লাইকা’ নামের কুকুর নিয়ে প্রথম নভোযান স্পুটনিক-২ এর মহাশূন্যে গমন (১৯৫৭)। ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ (১৯৭০)।