এফএনএস : আজ (শনিবার) ০৫ নভেম্বর, ২০২২। পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল স¤্রাট আকবর বাহিনীর হাতে হিমু পরাস্ত (১৫৫৬)। ক্যালকাটা গেজেট পত্রিকায় বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত (১৭৯৫)। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম (১৮৭০)। গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং (১৯০২)। তুরস্কের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা (১৯১১)। বাংলাদেশের রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক পদচ্যুত (১৯৭৫)। আততায়ীর গুলিবিদ্ধের পর ইসরাইলি প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত (১৯৯৫)। পাকিস্তানে বেনজির ভুট্টোর সরকার বরখাস্ত (১৯৯৬)। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টির বিপুল বিজয় (২০০২)।