এফএনএস : আজ (রোববার) ০৬ নভেম্বর, ২০২২। নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয় (১৭৬৩)। মেক্সিকোর স্বাধীনতা ঘোষণা (১৮১৩)। ব্রিটিশদের বিরুদ্ধে বাংলার কৃষক আন্দোলনের নেতা ও ফরায়েজি বিদ্রোহের অন্যতম সংগঠক তিতুমীরের যুদ্ধ ঘোষণা (১৮৩১)। আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত (১৮৬০)। লেলিনের নেতৃত্বে রাশিয়ায় সশস্ত্র সংগ্রাম শুরু (১৯১৭)। প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ (১৯৫২)। দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার (১৯৬২)। খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ। সঙ্গী-সাথীসহ সিপাহীদের গুলিতে নিহত । বিচারপতি এএসএম সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি, জাতীয় সংসদ বাতিল (১৯৭৫)। আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৮৫)। চীনের জুনান প্রদেশে ভ‚মিকম্পে প্রায় ১ হাজার প্রাণহানি (১৯৮৮)। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের শপথ (১৯৯০)। ফিলিপাইনে টাইফুনে ৭ সহ¯্রাধিক লোকের মৃত্যু (১৯৯১)। বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯৬)।