এফএনএস : আজ (রোববার) ১৩ নভেম্বর, ২০২২। ফরাসিদের ভিয়েনা দখল (১৮০৫)। মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে টেক্সাসের স্বাধীনতা ঘোষণা (১৮৩৫)। জেনেভায় লীগ অব নেশন্সের পূর্ণাঙ্গ বৈঠক (১৯২০)। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি স্বাক্ষর (১৯২১)। সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৪৫)। ভাষা আন্দোলনের বিপ্লবী মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক প্রকাশ শুরু (১৯৪৮)। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সি দাইদাগো কালাবাউন্দ নিহত (১৯৫০)। কলম্বিয়ার আরমেরা শহরে ৪শ বছর যাবত সুপ্ত নেভাডো ডেল রুইজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটির ধ্বংস সাধন; ২৫ হাজার লোক নিহত (১৯৮৫)।