এফএনএস : আজ (মঙ্গলবার) ১৫ নভেম্বর, ২০২২। উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল স¤্রাট জাহাঙ্গীরের পদানত (১৬২১)। গেরাসিম লিয়েবে দিয়েফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চ নাটক ছদ্মবেশী’ মঞ্চস্থ (১৭৯৫)। আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশ (১৮৩৭)। ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত (১৮৮৯)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ (১৯১৩)। কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশ (১৯২৪)। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন। বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮১)। তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা (১৯৮৩)। তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা (১৯৮৩)।