এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৭ নভেম্বর’২০২২। জন বালিওলের স্কটল্যান্ডের সিংহাসন আরোহন (১২৯২)। ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড ও স্পেনের প্রতিরক্ষা জোট গঠন (১৫১১)। মোগল স¤্রাট বাবরের ভারত বিজয় (১৫২৫)। ম্যারি প্রথমের মৃত্যুর পর প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের রানী ঘোষিত (১৫৫৮)। ওয়াশিংটনে নির্মাণাধীন ক্যাপিটল ভবনের অর্ধসমাপ্ত স্থানে মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত (১৮০০)। জেনারেল জামাল আবদেল নাসের মিশরের রাষ্ট্রপ্রধান নিযুক্ত (১৯৫৪)। ইরাকে সেনা বিদ্রোহ দমন। আবদেল সালাম আরিফের নেতৃত্বে নতুন বিপ্লবী সরকার গঠিত (১৯৬৩)। মহাশূন্য যান-১৭ এর চাঁদে অবতরণ (১৯৭০)। থাইল্যান্ডে ভেমিজ থানন কিতিকার্চোনের ক্ষমতা দখল। পালামেন্ট ও মন্ত্রিসভা বরখাস্ত, সংবিধান স্থগিত (১৯৭১)। পাকিস্তানের নির্বাচনে বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির জয়লাভ (১৯৮৮)। বর্ণবাদ প্রথার অবসান ঘটাতে দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধান অনুমোদন (১৯৯৩)। লিয়ামিন জেরোয়াল আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯৫)। ইউনেস্কো ২১ ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় (১৯৯৯)।