এফএনএস : আজ (শুক্রবার) ১৮ নভেম্বর, ২০২২। উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত ও তারিখ চিহ্নিত বই প্রকাশ (১৪৭৭)। মহারাজা দ্বিতীয় জয়সিংয়ের রাজস্থানের জয়পুর শহর পত্তন (১৭২৭)। মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমার কর্তৃক এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার (১৮২০)। বেলজিয়ামের স্বাধীনতা ঘোষণা (১৮৩০)। চট্টগ্রামের সিপাহী বিদ্রোহ (১৮৫৭)। কোরিয়াকে জাপানের করদ রাজ্য ঘোষণা (১৯০৫)। লাটভিয়াকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা (১৯১৮)। ভারতের পাটনায় গঙ্গায় নৌকাডুবিতে ৫শ যাত্রীর সলিল সমাধি (১৯৪৮)।