এফএনএস : আজ (শনিবার) ২৬ নভেম্বর, ২০২২। ইংল্যান্ডে অক্সফোর্ড কলেজ প্রতিষ্ঠা (১৩৭৯)। প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ইংল্যান্ডে ৮ হাজার লোকের মৃত্যু (১৭০৩)। ইংরেজদের সঙ্গে যুদ্ধে মহীশুরে টিপু সুলতান নিহত (১৭৯৯)। ধ্বনি বিজ্ঞানী, সাহিত্যিক, মুহাম্মদ আবদুল হাইয়ের জন্ম (১৯১৯)। গনিতবিদ যাদবচন্দ্র চক্রবতীর মৃত্যু (১৯২৩)। ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোন (১৯৪৯)। সোভিয়েত ইউনিয়নে শক্তিশালী হাইড্রোজেন বোমা বিস্ফোরণ (১৯৫৫)। বাংলাদেশে গণবাহিনী কর্তৃক ভারতীয় হাইকমিশনার সমর সেনকে অপহরণের চেষ্টা ব্যর্থ। ৪ জন নিহত (১৯৭৫)। ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত (১৯৮৯)। টেস্ট ক্রিকেটে সবচে কম বয়সী (১৯ বছর ২২ দিন) ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ১ হাজার রান সংগ্রহ (১৯৯২)।