শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০১ ডিসেম্বর, ২০২২। হযরত মোহাম্মদ (সাঃ)-এর তাবুক অভিযান (৬৩১)। স্পেনের দখল থেকে পর্তুগালের স্বাধীনতা লাভ (১৬৪০)। স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত (১৮২১)। বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদার জন্ম (১৯০০)। চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের জন্ম (১৯০৩)। আইসল্যান্ডের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ (১৯১৮)। ন্যান্সি এস্টরের ইংল্যান্ডের কমন্স সভায় প্রথম মহিলা সদস্য হিসেবে যোগদান (১৯১৯)। মার্কিন কৃষ্ণাঙ্গ মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের নাগরিক অধিকার আন্দোলন শুরু (১৯৫৫)। খেলাফত ও অসহযোগ আন্দোলনের নেতা আবদুল জববার খন্দরের মৃত্যু (১৯৭৭)। বাংলাদেশে রঙিন টেলিভিশনের কার্যক্রম শুরু (১৯৮০)। বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৮৮)। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু (১৯৯০)। বাংলাদেশের গাইবান্ধায় যাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু (২০০২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com