এফএনএস : আজ (শুক্রবার) ০২ ডিসেম্বর, ২০২২। ব্রিটেন ও নেপালের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর (১৮১৫)। মার্কিন প্রেসিডেন্ট জেমস মনারার ইউরোপীয় স¤প্রসারণবাদ বিরোধী মনরো মতবাদ ঘোষণা (১৮২৩)। ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষর (১৮৫৬)। আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনের ফাঁসি কার্যকর (১৮৫৯)। পটুয়া চিত্রশিল্প কামরুল হাসানের জন্ম (১৯২১)। ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন। এ কৃত্রিম হৃৎপিণ্ড দিয়ে দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন (১৯৮২)। ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৮৯)। জার্মানিতে ১৯৩২ সালের পর প্রথম নির্বাচনের চ্যান্সেলর হেলমুট কোলের মধ্য ডান কোয়ালিশন পুনঃ নির্বাচিত (১৯৯০)। বাংলাদেশ সরকার ও পার্বত্য বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর (১৯৯৭)।