এফএনএস : আজ (সোমবার) ১২ ডিসেম্বর, ২০২২। দিলীতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন (১৩৩৮)। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম (১৮৮০)। ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের মৃত্যু (১৮৮৯)। বঙ্গভঙ্গ আইন রদ। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিলীতে স্থানান্তর (১৯১১)। কেনিয়ার স্বাধীনতা লাভ (১৯৬৩)। কলম্বিয়ায় ভ‚মিকম্পে ৭শ’ প্রাণহানি (১৯৭৯)। অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮৮)। দুনীতির অভিযোগে বাংলাদেশের পতিত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সপরিবারে গ্রেফতার (১৯৯০)। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর (১৯৯১)। ইন্দোনেশিয়ায় ভ‚মিকম্পে আড়াই হাজার লোকের প্রাণহানি (১৯৯২)। শেখ হাসিনা ও দেবগৌড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদী পানিবণ্টন চুক্তি স্বাক্ষর (১৯৯৬)।