বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

এফএনএস : আজ (মঙ্গলবার) ১৩ ডিসেম্বর, ২০২২। ১৫৭৭ – স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন। ১৬৪২ – পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন। ১৭৩৪ – ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে। ১৭৫৯ – আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়। ১৮৭০ – পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়। ১৮৭৯ – মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ – বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি করে। ১৯২১ – ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহা সাগর চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯২৩ – ডা. লি.ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন। ১৯৩০ – গ্রেপ্তার এগড়াতে ইংরেজ শাসন বিরোধি বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন। ১৯৩৭ – চীনের নানচিং শহরে জাপানী আগ্রাসীসেনাবাহিনীর গণহত্যা যঞ্জশুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পেশাচিক গনহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়। ১৯৭১ – নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়। ১৯৭১ – পাকিস্তানের অখ-তার জন্য সোভিয়েত ইউনিয়ন যদি যুদ্ধবিরতির জন্য চাপ না দেয় তবে যুক্তরাষ্ট্র রুশ-মার্কিন শান্তি বৈঠকে যোগ দেবে না বলে নিক্সনের হুমকি। ১৯৭১ – মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৭১ – সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৩ ডিসেম্বর দিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় ১৫ মাইলের মধ্যে পৌঁছায়। ৫৭ নম্বর ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে যায় পূর্বদিক থেকে। উত্তর দিক থেকে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামে ছত্রিসেনারা অবতরণ করে। পশ্চিমে ৪ নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মা নদীর তীরে। রাত নয়টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সান সিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টায় টাঙ্গাইল ওয়াপদা রেস্ট হাউজে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com