এফএনএস : আজ (সোমবার) ১৯ ডিসেম্বর, ২০২২। ১১৫৪ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক। ১৬৭৫ – দিলিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরñেদ ঘটানো হয়। ১৬৮৮ – রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান। ১৮৮৯ – হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। ১৮৯১ – কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়। ১৯৪১ – জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়। ১৯৪১ – হিটলার কর্তৃক জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ। ১৯৪২ – ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু। ১৯৫৭ – মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু। ১৯৭১ – রোববার হওয়া সত্তে¡ও বাংলাদেশ সরকারের সকল কর্মচারীর কাজে যোগদান। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রোববার পূর্ণ কর্মদিবস। ১৯৭১ – বাংলাদেশ-ভারত যৌথবাহিনী প্রধান লে. জে. জগজিৎ সিং বলেন, ‘ভারতীয় বাহিনী প্রয়োজনের অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করবে।’ ১৯৭২ – বাংলাদেশ-সোভিয়েত সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর। ১৯৭২ – বাংলাদেশ-সোভিয়েত সাংস্কৃতিক চুক্তিস্বাক্ষর। ১৯৭৩ – ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু। ১৯৭৭ – প্রেসিডেন্টের নেপাল সফরশেষে ঢাকাণ্ডকাঠমন্ডু যুক্ত ইশতেহার। ১৯৭৭ – পানি সম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ। কাঠমন্ডু থেকে প্রেসিডেন্ট জিয়ার নয়াদিলি উপস্থিত। ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সাথে আলোচনা। ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডির দেওয়া ভোজসভায় দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ফারাক্কার সমঝোতা বজায় রাখার জন্য প্রেসিডেন্ট জিয়ার আহŸান। ১৯৭৯ – বাস ধর্মঘট প্রত্যাহার। ১৯৮০ – ঢাকাণ্ডরেঙ্গুন সহযোগিতা চুক্তি। ১৯৮১ – রাষ্ট্রদূত মঞ্জুর আহমদ চৌধুরীকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত।