শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস : আজ (সোমবার) ১৯ ডিসেম্বর, ২০২২। ১১৫৪ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক। ১৬৭৫ – দিলি­তে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরñেদ ঘটানো হয়। ১৬৮৮ – রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান। ১৮৮৯ – হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। ১৮৯১ – কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়। ১৯৪১ – জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়। ১৯৪১ – হিটলার কর্তৃক জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ। ১৯৪২ – ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু। ১৯৫৭ – মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু। ১৯৭১ – রোববার হওয়া সত্তে¡ও বাংলাদেশ সরকারের সকল কর্মচারীর কাজে যোগদান। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রোববার পূর্ণ কর্মদিবস। ১৯৭১ – বাংলাদেশ-ভারত যৌথবাহিনী প্রধান লে. জে. জগজিৎ সিং বলেন, ‘ভারতীয় বাহিনী প্রয়োজনের অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করবে।’ ১৯৭২ – বাংলাদেশ-সোভিয়েত সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর। ১৯৭২ – বাংলাদেশ-সোভিয়েত সাংস্কৃতিক চুক্তিস্বাক্ষর। ১৯৭৩ – ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু। ১৯৭৭ – প্রেসিডেন্টের নেপাল সফরশেষে ঢাকাণ্ডকাঠমন্ডু যুক্ত ইশতেহার। ১৯৭৭ – পানি সম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ। কাঠমন্ডু থেকে প্রেসিডেন্ট জিয়ার নয়াদিলি­ উপস্থিত। ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সাথে আলোচনা। ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডির দেওয়া ভোজসভায় দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ফারাক্কার সমঝোতা বজায় রাখার জন্য প্রেসিডেন্ট জিয়ার আহŸান। ১৯৭৯ – বাস ধর্মঘট প্রত্যাহার। ১৯৮০ – ঢাকাণ্ডরেঙ্গুন সহযোগিতা চুক্তি। ১৯৮১ – রাষ্ট্রদূত মঞ্জুর আহমদ চৌধুরীকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com