এফএনএস : আজ (রোববার) ২০ ফেব্র“য়ারি, ২০২২। স্কটিশ নগরী ব্যর্থ স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস নিহত (১৪৩৭)। সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়দের পরাজয় (১৮০৯)। অস্ট্রিয়ার নিজেকে দেউলিয়া ঘোষণা (১৮১১)। প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র এর কক্ষ পথে অবতরণ (১৯৬২)। ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর (১৯৬৭)। বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন (১৯৭৭)। যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত (১৯৯১)। ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ীর ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর (১৯৯৯)।