শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

এফএনএস : আজ (বুধবার) ২১ ডিসেম্বর, ২০২২। ১১৬৩ – হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে। ১৩৭৫ – কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু। ১৭৬২ – জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন। ১৭৮৮ – হু তে সং ভিয়েতনামের রাজা হন। ১৮২৬ – সৈয়দ আহমদ বেতুলভির সঙ্গে যুদ্ধে শিখদের পরাজয়। ১৮২৬ – রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা। ১৮৪৬ – ব্রিটেনে অস্ত্রোপচারের জন্য প্রথম অ্যাসেনথেটিক্সন ব্যবহৃত। ১৮৪৯ – প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়। ১৮৬২ – ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়। ১৮৬২ – সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়। ১৮৭৯ – সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৯৮ – বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। ১৯১৩ – সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে। ১৯৫২ – উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান। ১৯৫৮ – দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৫৮ – দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৪ – চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ” চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব” দাখিল করেন। ১৯৬৪ – ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়। ১৯৬৮ – অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়। ১৯৭০ – ‘গত তেইশ বছর পূর্ব পাকিস্তান দেশ শাসনে ন্যায্য হিস্যা পায়নি তাই বলে আগামী তেইশ বছর পাকিস্তানের ওপর প্রভুত্ব করবে তা হতে পারে।’-ভুট্টোর উক্তি। ১৯৭১ – দেশে ডাক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে ডাক ব্যবস্থা চালু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com