বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে -এমপি রশীদুজ্জামান কয়রার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন কেশবপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নগরঘাটায় খাদ্যের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত বাংলাদেশ স্বাধীনের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের সাতক্ষীরায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শ্যামনগর প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৫ জানুয়ারি, ২০২৩। ৬০৩ – ইরান ও রোম স¤্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়। ১৩২৬ – আলাউদ্দিন খিলজীর জীবনাবসান। ১৫০০ – ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন। ১৫৫৪ – নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত। ১৬৫৯ – খাজুয়ার যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনীর কাছে শাহ সুজা পরাজিত। পরে আরাকানে নিহত। ১৬৬৫ – প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়। ১৬৯১ – ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয় ১৭৫৯ – আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন। ১৭৮১ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ক্যাপ্টেন বেনেডিক্ট আরনল্ডের নেতৃত্বে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর জ¦ালিয়ে দেয় ব্রিটিশ নৌ-বাহিনী। ১৭৮২ – আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ। ১৮০৯ – ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৫৪ – সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত। ১৮৬৭ – জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়। ১৮৯৬ – অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়। ১৯০০ – আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ১৯০৯ – কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে। ১৯১৫ – প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে। ১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি বাহিনীর ককেশাসে পরাজয় বরণ। ১৯১৮ – জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়। ১৯১৯ – জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়। ১৯২২ – কাজী নজরুল ইসলামের অমর কবিতা ‘বিদ্রোহী’ প্রকাশ। ১৯২২ – কাজী নজরুল ইসলামএর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। ১৯২৯ – দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান। ১৯৩৩ – গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়। ১৯৩৪ – কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়। ১৯৩৪ – কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com