এফএনএস : আজ (বুধবার) ২৩ ফেব্র“য়ারি, ২০২২। হায়দ্রাবাদের নিজমের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথের ব্রিটিশ আধিপত্য বিস্তার (১৭৬৮)। বিশিষ্ট সাহাবী আবু মুসা আশরায়ী (র:)’র ইন্তেকাল (৬৬৫)। নেতাজী সুবাস চন্দ্র বসুর জন্ম (১৮৯৩)। সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠা (১৯১৮)। বেনিতো মুসোলিনির ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন (১৯১৯)। বাংলার গভর্নর জেনারেল লর্ড ব্রেবোর্নের মৃত্যু (১৯৩৯)। করাচিতে নবগঠিত পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু (১৯৪৮)। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মাণ (১৯৫২)। থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান (১৯৯১)। স্কটল্যান্ডে ভেড়ার জীবকোষ থেকে ক্লোনিং প্রক্রিয়ার মাধ্যমে ডলি নামক ভেড়ার জন্ম দানের কথা ঘোষণা (১৯৯৭)।