এফএনএস : আজ (মঙ্গলবার) ১০ জানুয়ারি, ২০২৩। ১০৭২ – রবার্ট গিসকার্ড, পালেরমো দখল করেন। ১৬১৬ – রাজদূত স্যার টমাস রো স¤্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন। ১৬৪২ – রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান। ১৬৬৩ – ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন। ১৮১১ – যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ দমন করা হয়। ১৮১৫ – ব্রিটেনে সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮২৪ – ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক জাতের সিমেন্ট তৈরি করেন। ১৮৩৯ – ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে। ১৮৬০ – লন্ডনে সর্বপ্রথম ভ‚গর্ভস্থ রেলপথ আবিষ্কার। ১৮৬১ – ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়। ১৮৬৩ – লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়। ১৮৮৯ – আইভরি কোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ১৯০১ – টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়। ১৯০১ – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি এলাকায় খনন চালানোর সময় প্রচন্ড বেগে অপরিশোধিত জ¦ালানি তেল বের হয়ে আসতে থাকে। ১৯২০ – লীগ অব নেশনসের প্রতিষ্ঠা। ১৯২০ – লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২০ -ভার্সাই চুক্তি কার্যকর হয়। ১৯২৩ – ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে। ১৯৪০ – বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ – লন্ডনে জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত। ১৯৪৬ – জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়। ১৯৪৮ – প্যারিসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মানবাধিকার সনদ ঘোষণা। ১৯৪৮ – জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়। ১৯৫৭ – মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। ১৯৬১ – পাক-ভারত তাসখন্দ চুক্তি। ১৯৬১ – রুশ মহাশূন্য যান লুনা-৯ এর নিরাপদে চন্দ্রে অবতরণ। ১৯৬৪ – পানামা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে। ১৯৬৪ – চীন আর তিউনিসিয়ার মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ – তাসখন্দ ঘোষণা।