বুধবার, ২১ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (শনিবার) ১৪ জানুয়ারি, ২০২৩। ১৫১৪ – দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন। ১৬৩৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়। ১৭৬১ – পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে। ১৭৬১ – তৃতীয় পানিপথের যুদ্ধ। ১৭৭৪ – বিজ্ঞানী এলি উইটনি তার যুগান্তকারী উদ্ভাবন কটন মিলের প্যাটেন্ট গ্রহণ করেন। ১৮১৪ – ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন। ১৮৫৮ – নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়। ১৯০৭ – জামাইকায় ভ‚কম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়। ১৯১৭ – পোল্যান্ডে অস্থায়ী জাতীয় সংসদ গঠিত হয়। ১৯২৯ – আফগানিস্তানের রাজা আমানুল­াহ সিংহাসন ছেড়ে দেন। ১৯৩৮ – আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। ১৯৪৩ – মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন। ১৯৪৮ – বর্মার স্বাধীনতা লাভ। ১৯৫৩ – জোসেফ ব্রোজ ফিল্ড মার্শাল টিটো যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৬৪ – নারায়ণগঞ্জ মিলে দাঙ্গা। ১৯৬৯ – পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত হয়। ১৯৬৯ – ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু। ১৯৭১ – “শেখ মুজিবুর রহমান হচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন, আমি আর থাকব না। এটা শীঘ্র শেখ মুজিবের সরকার হবে।”-প্রেসিডেন্ট ইয়াহিয়া। ১৯৭১ – “সংবিধান প্রণয়ন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।”-প্রেসিডেন্ট ইয়াহিয়া। ১৯৭২ – ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৯৭৩ – পুবাইলে ট্রেন দুর্ঘটনা। নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চডুবি। চুয়াডাঙ্গা জেল ভেঙে ১৫২ জন কয়েদি ও হাজতির পলায়ন। ১৯৭৫ – চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে। ১৯৭৬ – ময়নামতিতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের চতুর্দশ ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মেজর জেনারেল জিয়ার ভাষণ। ১৯৭৬ – বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিঃ আর্নেস্টটার্নের ঢাকা আগমন। ১৯৭৮ – নেপালের সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক চুক্তি। ১৯৭৮ – শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যোৎসব শুরু। ১৯৭৯ – নির্বাচনী প্রতীকের জন্য ৫৫টি দলের আবেদন। জাতীয় জনতা পার্টির নির্বাচন বর্জন। ১৯৮০ – জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল। ১৯৮০ – ঢাকা স্টেডিয়ামে মোহামেডান-আবহানীর খেলায় বিশৃঙখলা। ১৯৮১ – আদমজীতে শ্রমিকসংঘর্ষ। ১৯৯০ – মেঘনা-ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনায় লঞ্চডুবিতে ১৫০ যাত্রী নিখোজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com