বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (শনিবার) ১৪ জানুয়ারি, ২০২৩। ১৫১৪ – দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন। ১৬৩৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়। ১৭৬১ – পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে। ১৭৬১ – তৃতীয় পানিপথের যুদ্ধ। ১৭৭৪ – বিজ্ঞানী এলি উইটনি তার যুগান্তকারী উদ্ভাবন কটন মিলের প্যাটেন্ট গ্রহণ করেন। ১৮১৪ – ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন। ১৮৫৮ – নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়। ১৯০৭ – জামাইকায় ভ‚কম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়। ১৯১৭ – পোল্যান্ডে অস্থায়ী জাতীয় সংসদ গঠিত হয়। ১৯২৯ – আফগানিস্তানের রাজা আমানুল­াহ সিংহাসন ছেড়ে দেন। ১৯৩৮ – আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। ১৯৪৩ – মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন। ১৯৪৮ – বর্মার স্বাধীনতা লাভ। ১৯৫৩ – জোসেফ ব্রোজ ফিল্ড মার্শাল টিটো যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৬৪ – নারায়ণগঞ্জ মিলে দাঙ্গা। ১৯৬৯ – পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত হয়। ১৯৬৯ – ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু। ১৯৭১ – “শেখ মুজিবুর রহমান হচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন, আমি আর থাকব না। এটা শীঘ্র শেখ মুজিবের সরকার হবে।”-প্রেসিডেন্ট ইয়াহিয়া। ১৯৭১ – “সংবিধান প্রণয়ন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।”-প্রেসিডেন্ট ইয়াহিয়া। ১৯৭২ – ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৯৭৩ – পুবাইলে ট্রেন দুর্ঘটনা। নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চডুবি। চুয়াডাঙ্গা জেল ভেঙে ১৫২ জন কয়েদি ও হাজতির পলায়ন। ১৯৭৫ – চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে। ১৯৭৬ – ময়নামতিতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের চতুর্দশ ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মেজর জেনারেল জিয়ার ভাষণ। ১৯৭৬ – বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিঃ আর্নেস্টটার্নের ঢাকা আগমন। ১৯৭৮ – নেপালের সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক চুক্তি। ১৯৭৮ – শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যোৎসব শুরু। ১৯৭৯ – নির্বাচনী প্রতীকের জন্য ৫৫টি দলের আবেদন। জাতীয় জনতা পার্টির নির্বাচন বর্জন। ১৯৮০ – জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল। ১৯৮০ – ঢাকা স্টেডিয়ামে মোহামেডান-আবহানীর খেলায় বিশৃঙখলা। ১৯৮১ – আদমজীতে শ্রমিকসংঘর্ষ। ১৯৯০ – মেঘনা-ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনায় লঞ্চডুবিতে ১৫০ যাত্রী নিখোজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com