এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২৪ ফেব্র“য়ারি, ২০২২। লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত (১৭৮৬)। ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু (১৮৯১)। যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু (১৯৩৮)। আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা (১৯৩৯)। কার্লস মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস কর্তৃক কমিউনিষ্ট পার্টির ইশতেহার প্রকাশ (১৯৪৮)। লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ (১৯৪৮)। জে. আঙ্কার কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত (১৯৬৩)। উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুশ লোকের মৃত্যু (১৯৯৭)।