বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (মঙ্গলবার) ২৪ জানুয়ারি, ২০২৩। ১৩২৮ – ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন। ১৪৫৮ – প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫৫৬ – চীনে বড় ধরনের ভ‚মিকম্প হয়। ১৮৩৯ – চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। ১৮৪৮ – জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন। ১৮৫৭ – ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৮৫৭ – কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু। ১৯০৮ – ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়। ১৯২৭ – তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়। ১৯৪১ – ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে। ১৯৫০ – আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়। ১৯৫১ – সোহরাওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তান জিন্নাহ আওয়ামী লীগ গঠন। ১৯৫১ – ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৫২ – বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু। ১৯৬৯ – পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন। ১৯৬৯ – গণ-অভ্যুত্থান। ১৯৭২ – অস্ত্র সমর্পণের সময় আবদুল কাদের সিদ্দিকী (বাঘা সিদ্দিকী) : যে নেতার আদেশে অস্ত্র তুলে নিয়েছিলাম, সে অস্ত্র নেতার হাতেই ফিরিয়ে দিলাম। মুক্তিযোদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু : ‘আমি তোমাদের তিন বছর কিছু দিতে পারবো না। আরো তিন বছর যুদ্ধ চললে, তোমরা যুদ্ধ করতে না?’ (উত্তর, করতাম করতাম)’ ‘তাহলে মনে কর যুদ্ধ চলছে, তিন বৎসর যুদ্ধ চলবে। সেই যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ। অস্ত্র হবে লাঙল আর কোদাল। ১৯৭২ – বঙ্গবন্ধুর নিকট কাদেরীয়া বাহিনীর অস্ত্রসমর্পণ। ১৯৭২ – বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ জারি। ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা। ১৯৭২ – বাংলাদেশকে টোংগার স্বীকৃতি দান। ১৯৭৪ – সংসদ সদস্যগণ কর্তৃক মোহাম্মদউল­াহ প্রেসিডেন্ট নির্বাচিত। ১৯৭৪ – সংসদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মুহাম্মদ উল­াহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৭ – বঙ্গোপসাগরে চট্টগ্রাম উপক‚লে জেগে ওঠা ৫০ মাইল ভ‚মির সন্ধানলাভ। ১৯৭৭ – গঙ্গার পানিবণ্টন প্রশ্নে বাংলাদেশের প্রতি চিনের সমর্থন। ১৯৭৮ – ৬০ দিনের মধ্যে জননেতাদের সম্পত্তির হিসাবদাখিলের নির্দেশ। আপিল কমিটি গঠন। ১৯৭৮ – চিনের সাথে দ্বিতীয় বাণিজ্যচুক্তি। ১৯৭৯ – ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্র হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৮০ – প্রেস কর্মচারী ধর্মঘট। ১৯৮১ – ইসলামি শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে জিয়ার তায়েফ গমন। ১৯৮৪ – অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়। ১৯৮৪ – নীলফামারি, লালমনিরহাট ও কুড়িগ্রামকে জেলা ঘোষণা। ১৯৮৫ – ঢাকায় আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ১৯৮৭ – ৮ দলের ওয়াক আউট। ১৯৮৭ – জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণদান। ১৯৮৮ – চট্টগ্রামে শেখ হাসিনার নেত্রীত্বে ৮ দলের মিছিলে গুলিতে ৯ জন নিহত। ১৯৮৮ – চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়। ১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন। ১৯৮৯ – জোট ও জামায়াতে ইসলামীর আহŸানে সারাদেশে অর্ধদিবস হরতাল। ১৯৮৯ – ‘এ-বছর ৩৮৩টি গুচ্ছগ্রাম হবে।’-হবিগঞ্জে প্রেসিডেন্টের ঘোষণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com