বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (শুক্রবার) ৮ সেপ্টেম্বর, ২০২৩। ১৩৮০ – কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়। ১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়। ১৫০৪ – মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয়। ১৫১৪ – ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল। ১৫৬৬ – তুর্কি বাহিনীর হাঙ্গেরি বিজয়। ১৫৮৮ – ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহন করেন। ১৭৬৩ – ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়। ১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন। ১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়। ১৯০৩ – বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা। ১৯০৭ – সান ইয়াৎ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন। ১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়। ১৯৪৩ – মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে। ১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে। ১৯৫২ – জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়। ১৯৫৪ – ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় ৮-জাতির প্রতিরক্ষা চুক্তি (SEATO) স্বাক্ষরিত। ১৯৫৪ – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬১ – সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান। ১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়। ১৯৬৬ – জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে। ১৯৭১ – আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, দুই ন্যাপ ও কংগ্রেস নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় উপদেষ্টা কমিটি গঠিত। ১৯৭৩ – আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে বাংলাদেশের সদস্যপদ লাভ। ১৯৭৩ – আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ঠাকুরগাঁয়ের প্রধান অনুষ্ঠানে রাষ্ট্রপতি। ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে। ১৯৭৩ – বাংলাদেশকে জায়ারের স্বীকৃতি। ১৯৭৬ – টেলিফোন কারখানার ধর্মঘট অবৈধ ঘোষণা। ১৯৭৬ – নয়াদিল্লিতে গঙ্গার পানিবণ্টন প্রশ্নে বাংলাদেশ-ভারত বৈঠক। ১৯৭৮ – কক্সবাজারে দুইদল শরণার্থীর সংঘর্ষে ৮ জন নিহত। ১৯৭৮ – তিনদিনের সফরে প্রেসিডেন্টের উত্তর কোরিয়া গমন। ১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৮৩ – আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন। ১৯৮৬ – সিভিল সার্ভিসের ৩০টি ক্যাডার ঘোষণা। ১৯৮৯ – জোটনিরপেক্ষ সম্মেলনে ঢাকার ৯টি প্রস্তাব গৃহীত। ১৯৯২ – করাচিতে একদিনের বিরোধীদলীয় সার্ক সম্মেলনশেষে যুক্ত ঘোষণায় নেতারা বলেন, সার্ক দেশের নির্বাচনকে নিরপেক্ষ করতে আঞ্চলিক নির্বাচনী ব্যবস্থা প্রয়োজন। ১৯৯৩ – প্রধানমন্ত্রীকে কৃষিসমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগের স্মারকলিপি। ১৯৯৩ – চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com