রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (শনিবার) ০৯ সেপ্টেম্বর, ২০২৩। ০৫৭২ – তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। ১৭৯১ – প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি। ১৮৫০ – ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। ১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়। ১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন। ১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন। ১৯৪৫ – চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে। ১৯৪৮ – পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৪৮ – উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ঘোষণা। ১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে ্রসিন্ধু নদ জল চুক্তিগ্ধ স্বাক্ষর। ১৯৬৩ – সারাদেশে সংবাদপত্র ধর্মঘট। ১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়। ১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়। ১৯৭২ – ঢাকাণ্ডবগুড়া সরাসরি টেলিফোন ডায়ালিং চালু। ১৯৭৪ – পুলিশের ২০৪ মণ লবণ উদ্ধার, ৪ জনকে গ্রেপ্তার। ১৯৭৬ – ১৮টি মহকুমায় সংক্ষিপ্ত সামরিক আদালত গঠিত। ১৯৭৮ – ঘোড়াশালে ট্রেনার বিমান দুর্ঘটনায় একজন শিক্ষার্থী পাইলট নিহত। ১৯৭৯ – ডাকাতির অভিযোগে সিলেটে ৫ জন আনসার গ্রেপ্তার। ১৯৮০ – ছাত্রসংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। ১৯৮২ – সংবাদপত্রজীবীদের জন্য বেতন বোর্ড গঠন। ১৯৮৩ – নোয়াখালির পল্লীতে পাগলের হাতে ৫ জন আত্মীয় খুন। ১৯৮৩ – ইরাকি ফুটবল দলের প্রেসিডেন্ট গোল্ডকাপ বিজয়। ১৯৮৭ – লীগ শিরোপা নির্ধারণী খেলায় আবাহনী-মোহামেডানের আপোশ রফা, ফলাফল স্থগিত, কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ১৯৮৯ – ভোটার তালিকা তৈরির কাজ শুরু। ১৯৮৯ – ফার্স্ট লেডির পথকলি ট্রাস্ট সদর দপ্তর উদ্বোধন। ১৯৮৯ – ঢাকায় কর্মশালায় প্রকাশ, দেশে মানসিক রোগীর সংখ্যা ৭৫ লাখ। ১৯৯১ – সোভিয়েত প্রজাতন্ত্র তাজাকিস্তানের স্বাধীনতা ঘোষণা। ১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৯৩ – পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ১৯৯৩ – পিএলও এবং ইসরাইলের মধ্যে পরস্পরকে স্বীকৃতিদান। ১৯৯৪ – ঢাকা পরিবহণ মালিক সমিতির আহ্বানে রাজধানীতে পরিবহণ ধর্মঘট। ১৯৯৮ – চুক্তিবিরোধী তিন পাহাড়ি সংগঠনের সঙ্গে সমঝোতা বৈঠকের জন্য জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার প্রস্তাব। ১৯৯৮ – ডিএনডি বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েন। দেশে ব্যাপক ধ্বংসলীলা, টঙ্গী বিসিক এলাকায় ৬১ কারখানা, জলমগ্ন। বাঁধ ভেঙ্গেছে পটুয়াখালী, বরিশাল, গাইবান্ধা ও নাটোরে। ঢাকার সঙ্গে ময়মনসিংহ ছাড়া দেশের অন্যান্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com