এফএনএস : আজ (শনিবার) ২৬ ফেব্র“য়ারি, ২০২২। পাটলিপুত্রের স¤্রাট হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কার্যভার গ্রহণ (৩১৯)। লিসবনে ভ‚মিকম্পে ২০ হাজার লোক নিহত (১৫৩১)। ব্যাংক অব ইংল্যান্ডের সর্বপ্রথম এক পাউন্ডের নোট ইসু (১৭৯৭)। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত (১৮৪৮)। ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর (১৮৭১)। ব্রিটেনের পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা (১৯৫২)। রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বৈঠক (১৯৬৯)। ইসরাইল ও মিশরের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপন (১৯৮০)। জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস (১৯৮৭)। উপসাগরীয় যুদ্ধের অবসান (১৯৯১)।