শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ১০ সেপ্টেম্বর, ২০২৩। ১৭৯৪ – কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়। ১৮২৩ – দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন। ১৮৯৮ – অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়। ১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-র্জেমাঁ চুক্তি  স্বাক্ষরিত। ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়। ১৯৪৩ – জার্মান বাহিনীর রোম অধিকার। ১৯৬৭ – জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়। ১৯৭২ – আদমজী জুটমিলে ১৬ দিনের সান্ধ্যআইন প্রত্যাহার। ১৯৭২ – চিনের ভেটোর প্রতিবাদে পল্টন ময়দানে গণজমায়েত। ১৯৭৩ – বেসরকারি কলেজ-শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার। ১৯৭৩ – জোটনিরপেক্ষ সম্মেলনে যোগদানশেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। ১৯৭৪ – পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে। ১৯৭৪ – গিনিবিসাউয়ের স্বাধীনতা লাভ। ১৯৭৬ – প্রয়াত মাও সে-তুংয়ের সম্মানে সরকারি ছুটি ও জাতীয় পতাকা অর্ধনমিত। ১৯৭৬ – বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মিঃ বোস্টারের ঢাকাত্যাগ। ১৯৭৭ – বেসরকারি শিক্ষকদের সরকারি সাহায্যবৃদ্ধির সিদ্ধান্ত। ১৯৭৭ – চাঁদপুর থেকে ফরিদপুরগামী এম ভি শীলা স্টীমারে দুঃসাহসিক ডাকাতি। দু’লাখ টাকার মালামাল লুট। ১৯৭৮ – প্রেসিডেন্ট জিয়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ খেতাব রাষ্ট্র-নিশানে ভূষিত। ১৯৭৯ – প্রাক্তন মন্ত্রী হাফিজুদ্দীন আহমদের ইন্তেকাল। ১৯৭৯ – চিকিৎসার্থে জালালউদ্দীন আহমদ এমপি-কে পূর্ব জার্মানি প্রেরণ। ১৯৮০ – কৃষিসংস্কারবিষয়ে প্রেসডেন্টের সঙ্গে সংসদীয় নেতৃবৃন্দের বৈঠক। ১৯৮১ – শিল্পভবনে তিনটি করপোরেশনের অফিসার-কর্মচারীদের ধর্মঘট। ১৯৮৮ – বন্যার্তদের সাহায্যে যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ডলার সাহায্য। ১৯৮৯ – ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি গঠিত। ১৯৮৯ – বঙ্গভবনে চতুর্থ পরিকল্পনার মূল রূপরেখা পেশ। ১৯৯১ – যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯৩ – দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়। ১৯৯৪ – বিরোধীদলের ডাকে ঢাকা অবরোধ পালিত। আহত কয়েক শতাধিক। ১৯৯৭ – কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর যোগদান। ১৯৯৮ – বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি। ১৯৯৮ – ঢাকা রাজধানীর ৯০টি ওয়ার্ডের মধ্যে ৭১টি বন্যা কবলিত। ১৯৯৯ – একযোগে সকল ব্লক থেকে গ্যাস উত্তোলনে বিপর্যয় ঘটতে পারে।-দৈনিক অর্থনীতি। ১৯৯৯ – কুষ্টিয়ায় সুন্নি-কাদিয়ানি সংঘর্ষে আহত ১৫। ১৯৯৯ – সচিবালয়ের চারপাশে সড়ক মিছিল সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ। ১৯৯৯ – সিলেট সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি। ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com