এফএনএস : আজ (সোমবার) ১১ সেপ্টেম্বর, ২০২৩। বিখ্যাত বিজ্ঞানী আল বেরুনীর মৃত্যু (৯৭৩)। কবি সুফী মোতাহার হোসেনর মৃত্যু (১৯০৭)। প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট ঘোষণা (১৯২২)। নিজামের হায়দরাবাদ রাজ্যে ভারতের দখল কায়েম (১৯৪৮)। কায়দে আযম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু (১৯৪৮)। সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রশ্চেভের মৃত্যু (১৯৭১)। চিলির নির্বাচিত সরকার প্রধান সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীদের ক্ষমতা দখল (১৯৭৩)। কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের ঘোষণা (১৯৯১)। মনিকার সঙ্গে যৌন কেলেংকারির অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষমা প্রার্থনা (১৯৯৮)।