শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (শুক্রবার) ১৫ সেপ্টেম্বর’২০২৩। ১৬৫৬ – ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে। ১৭৭৬ – ব্রিটেন ম্যানহাটান দখল করে। ১৮১২ – নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে। ১৮১২ – ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়। ১৮২১ – মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও ঝকোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৮৩৫ – ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়। ১৮৯৪ – পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়। ১৯১৬ – মহাযুদ্ধে প্রথমবারের মতো ট্যাংক ব্যবহার। ১৯১৬ – বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়। ১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন। ১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। ১৯৩৫ – নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে। ১৯৩৫ – জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে। ১৯৪৬ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৯৪৭ – ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা উর্দু’ শীর্ষক পুস্তিকা প্রকাশ। ১৯৪৭ – তমদ্দুন মজলিস ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে। ১৯৫২ – জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিওপিয়াকে ইরিত্রিয়া দান করে। পরবর্তীতে ইরিত্রিয়া স্বাধীন হয়। ১৯৫৮ – আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব “আকাশবাণী ভবন”- স্নানান্তরিত হয়। ১৯৫৯ – দূরদর্শন (সংক্ষেপে ডিডি)ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়। ১৯৭৩ – ব্যাংকের চাকুরি অত্যাবশ্যকীয় ঘোষণা। ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর ও সিরিয়া। ১৯৭৩ – বাংলাদেশকে মিসর ও সিরিয়ার স্বীকৃতি। ১৯৭৩ – বাংলাদেশকে মিসর ও সিরিয়ার স্বীকৃতি। ১৯৭৩ – জাতীয় সংসদের শরঙ্কালীন অধিবেশন শুরু। ১৯৭৫ – অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১জন মহিলার ৭ বছরের কারাদণ্ড। ১৯৭৬ – পুঁজিবিনিয়োগ করপোরেশন গঠন। ১৯৭৬ – কবি আবদুল গনি হাজারী (৫২)-র ইন্তেকাল। ১৯৭৮ – সীমান্ত অপরাধ দমনে ভারতের সাথে চুক্তি। ১৯৭৮ – চট্টগ্রামে সংবাদপত্র প্রেস শ্রমিক ধর্মঘট। ১৯৮০ – পার্বত্য চট্টগ্রামের পুনর্বাসন শিবিরে উপজাতিদের হামলায় ১৭ জন নিহত। ১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়। ১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন। ১৯৮৩ – ইরানি পররাষ্ট্রমন্ত্রী ডঃ বেলায়েতির ঢাকা আগমন। ১৯৮৩ – উত্তরা ও পূবালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর। ১৯৮৪ – প্রেসিডেন্ট এরশাদের ইরাক গমন। ১৯৮৪ – প্রবল বর্ষণে ও টিলা ধসে গোপালগঞ্জে ৭ জন নিহত। ১৯৮৯ – পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে। ১৯৯০ – চট্টগ্রামে পূর্ণদিবস হরতাল পালিত। ১৯৯১ – দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৯১ – প্রবল বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত গণভোটে মাত্র ৩৪ দশমিক ৯৩ ভাগ ভোট পড়ে। এর মধ্যে হাঁ’ ৮৪.৪২ ভাগ, না পড়ে ১৫.৫৪ ভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com