এফএনএস : আজ (সোমবার) ২৮ ফেব্র“য়ারি’ ২০২২। স¤্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ (১৫৬৮)। প্রথম বাহাদুর শাহর মৃত্যু (১৭১২)। চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন (১৮২০)। তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর (১৮৭৭)। ভারতে প্রথম টেলিগ্রাফ চালু (১৮৮৩)। রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আলেকজান্ডার বরোদিনের মৃত্যু (১৮৯০)। আফগানিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় (১৯১৯)। মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ (১৯২৪)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা (১৯৫১)। বাংলাদেশে আদমশুমারীর কাজ সম্পন্ন (১৯৭৪)। সামরিক শাসন বিরোধী বিক্ষোভ মিছিলের ওপর পুলিশের ট্রাক তুলে দেয়া হলে সেলিম দেলোয়ার নিহত (১৯৮৪)।