এফএনএস : আজ (বৃহস্পতিবার) ২১ সেপ্টেম্বর, ২০২৩। ১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। ১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ১৯১৭ – লাটভিয়ার স্বাধীনতা ঘোষণা। ১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে। ১৯৪৯ – চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম পরমাণু পরীক্ষা বাস্তবায়ন/পরিচালনা। ১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা। ১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে। ১৯৭১ – উপনির্বাচনের নতুন তারিখ। ২০ ও ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল। ভোট গ্রহণ ১২ -২৩ ডিসেম্বর। ১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে। ১৯৭২ – দুর্নীতির দায়ে বাওয়ানী মিলের জেনারেল ম্যানেজার এবং ডিআইটির চেয়ারম্যানের সাময়িকভাবে বরখাস্ত। ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে। ১৯৭২ – বাংলাদেশকে প্যারাগুয়ের স্বীকৃতি দান। ১৯৭৩ – ভারতের শঙ্কর চিত্র-প্রতিযোগিতায় বাংলাদেশের ১২ শিশুর পুরস্কার লাভ। ১৯৭৪ – কাঁচা পাটের অভাবে চট্টগ্রামে ১৭টি মিল বন্ধ হবার উপক্রম। ১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু। ১৯৭৬ – ভাসানী ন্যাপ, মুসলিম লীগ, জাতীয় লীগ ও পিপলস লীগ ৪টি রাজনৈতিক দলের সরকারি অনুমোদনলাভ। ১৯৭৬ – ষড়যন্ত্র মামলায় একজন বিদেশিসহ ৭ জনের ১৪ বছর কারাদণ্ড। ১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল। ১৯৭৭ – সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর। ১৯৭৮ – ভোলাগঞ্জ ‘রোপওয়ে’ পুনঃউদ্বোধন। ১৯৭৯ – রেশনে চিনির মূল্যবৃদ্ধি। ১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো। ১৯৮০ – সড়ক দুর্ঘটনায় নৃত্যশিল্পী গওহর জামিল নিহত। ১৯৮১ – ৮৩ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নপত্র পেশ। ১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ। ১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে। ১৯৮৪ – চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী জাহাজে অগ্নিকাণ্ড। ১৯৮৫ – ঢাকায় ভারতীয় বইমেলা। ১৯৮৬ – তিন দফা দাবিতে সংবাদপত্র শিল্পে ধর্মঘট। ১৯৮৯ – এরশাদের নেতৃত্বে বস্তি উন্নয়ন কাউন্সিল গঠিত।