শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (মঙ্গলবার) ২৬ সেপ্টেম্বর, ২০২৩। ১৫৮০ – স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে ফিরে আসেন। ১৭৭৭ – ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে। ১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৮৮৭ – এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন। ১৯০৭ – নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৪২ – ভারতে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ – ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। ১৯৫০ – জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে। ১৯৫৯ – জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৬০ – ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান। ১৯৬০ – সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে। ১৯৬২ – উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়। ১৯৬৮ – সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে। ১৯৭২ – বাংলাদেশের নাগরিকদের হজব্রত পালনের সুযোগদানের জন্য বাদশাহ ফয়সলের নিকট বঙ্গবন্ধুর জরুরি আবেদনবার্তা প্রেরণ। ১৯৭৩ – কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না-থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। ১৯৭৩ – জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন সমাপ্ত। ১৯৭৭ – প্রেসিডেন্ট জিয়ার মিসর সফরশেষে ঢাকাণ্ডকায়রো যুক্ত ইশতেহার। ফারাক্কা সমস্যা সমাধানের জরুরি তাগিদ। পশ্চিম এশিয়ায় মিসরের শান্তি প্রচেষ্টায় বাংলাদেশের পূর্ণ সমর্থন ঘোষণা। ১৯৭৭ – বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত। তিনজন অফিসার নিহত। ১৯৭৮ – চট্টগ্রামে পুনর্নির্মিত ওয়ানহাইট ওভারব্রিজ উদ্বোধন। ১৯৯০ – মধুপুরে সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত। ১৯৯১ – সংসদের সবগুলো বিরোধীদলের এক সভাশেষে শেখ হাসিনা বলেন, বদরুল হায়দার চৌধুরী দলীয় প্রার্থী নন, জাতীয় ঐকমত্যের প্রতীক। ১৯৯২ – রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে চরম উত্তেজনা। বিডিআর মোতায়েন। ১৯৯৪ – কমনওয়েলথ মহাসচিবের মধ্যস্থতায় রাজনৈতিক সংকট নিয়ে সংলাপে দুই নেত্রীর আনুষ্ঠানিক সম্মতি। ১৯৯৬ – ইসলামি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ১৯৯৮ – ২৩ লাখ দুস্থ বন্যার্ত পরিবারকে সাড়ে ৭ লাখ কেজি চাল দেয়া হচ্ছে। ১৯৯৮ – ৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৪৯। ১৯৯৮ – বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের ঋণের কিস্তি তিন মাসের জন্য স্থগিত। ১৯৯৮ – রাজধানীতে ৪ জনের আত্মহত্যা। ১৯৯৮ – খাগড়াছড়িতে খেলা নিয়ে পাহাড়িবাঙালি সংঘর্ষে পুলিশের গুলি, নিহত ২। ১৯৯৮ – জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ছাত্রলীগ থেকে ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কার। ক্যাম্পাস পাল্টা গ্রুপের দখলে। ১৯৯৯ – প্রধান মন্ত্রীকে পল্টন ময়দানে গণসংবর্ধনা দান। ১৯৯৯ – শান্তিপুরস্কারে টাকা প্রায় ৬৪ হাজার ডলার বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করা হবে। ২০০০ – ১২টি পৌরসভা নির্বাচনের ৮টিতে আওয়ামী লীগ এবং ৪টিতে বিএনপি প্রার্থী নির্বাচিত। ২০০০ – ঢাকাণ্ডআরিচা মহাসড়কে বিশমাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯। ২০০১ – একুশে টেলিভিশনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত। ২০০১ – একুশে টেলিভিশনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা। ২০০১ – রাষ্ট্রপতি কর্তৃক গাজিপুরে স্কয়ার কোম্পানির কারখানা উদ্বোধন। ২০০১ – সুনামগঞ্জ, সিলেট এবং ভোলায় বোমা বিস্ফোরণে নিহত ৮। ২০০১ – ‘আমেরিকা হামলা করলে পরিণতি রুশদের মতো হবে।-আফগান সরকার প্রধান ওমর। জেসি জ্যাকসনকে মধ্যস্থতার আহ্বান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com