বুধবার, ২১ মে ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ০১ অক্টোবর, ২০২৩। খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। ১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন। ১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার পত্তন হয়। ১৭৮৭ – সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে। ১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন। ১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়। ১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়। ১৮৩৮ – প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়। ১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু। ১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়। ১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি চালু। ১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়। ১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়। ১৯০৯ – ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়। ১৯২৭ – খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন। ১৯২৭ – রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়। ১৯৩৮ – নিখিল ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে ফজলুল হকের সভাপতির। ভাষণে হিন্দির পরিবর্তে উর্দুকে ভারতের সাধারণ ভাষারূপে গ্রহণের প্রস্তাব। ১৯৪৬ – ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন। ১৯৪৯ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। ১৯৪৯ – চীনে গণতন্ত্র প্রতিষ্ঠিত। ১৯৫৫ – প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে। ১৯৬০ – নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭২ – ভোটারতালিকা প্রণয়ন শুরু। ১৯৭২ – ভারতীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক নুরুল হাসানের ঢাকায় আগমন। ১৯৭৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ৪৫ মিনিটব্যাপী বৈঠক প্রধানমন্ত্রী শেখ মুজিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোর্ডের। ১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়। ১৯৭৭ – বিমান ছিনতাইকারীদের দাবি অনুযায়ী জাপানে জেলে আটক ৬ জন রেড আর্মি বন্দি ও ৬০ লাখ ডলারসহ অপর একটি জাপানি বিমানের ঢাকা আগমন। মুক্তিপণের বিনিময়ে ৫৯ জন জিম্মির মুক্তিলাভ। ১৯৭৮ – এশীয় রাজনীতির মার্কিন বিশেষজ্ঞ ডঃ ওভার হোন্টের ঢাকা আগমন। ১৯৮১ – কলেরা মহামারিতে পাবনায় ৫১ জনের মৃত্যু। ১৯৮৪ – মন্ত্রিত্ব ও জনদলের মহাসচিবের পদ থেকে মাহবুবুর রহমানের বিদায়, মিজান চৌধুরী নয়া মহাসচিব। ১৯৮৪ – সাবেক নৌবাহিনী প্রধান এম, এইচ খানের জনতা পার্টিতে যোগদান। ১৯৮৪ – ঢাকা আন্তর্জাতিক পাট সংস্থার ২য় কাউন্সিল অধিবেশন শুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com