এফএনএস : আজ (মঙ্গলবার) ০১ মার্চ ’২০২২। ভাস্কো-দা-গামার নৌবহরের মোজাম্বিক আবিষ্কার (১৪৯৮)। ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ (১৬৪০)। মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন (১৮১১)। অবিভক্ত ভারতে প্রথম ইস্পাতখানা প্রতিষ্ঠিত (১৯০৭)। সাংবাদিক-রাজনীতিক খন্দকার আবদুল হামিদের জন্ম (১৯১৮)। কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত (১৯১৯)। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের জন্ম (১৯২৯)। তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াংকাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ (১৯৫০)। ইয়াহিয়া খান কর্তক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা (১৯৭১)। বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা (১৯৮৫)। বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু (১৯৯৭)। প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ (২০০১)।