রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নলতা কালী মন্দিরে পদাবলী কীর্তণ অনুষ্ঠিত পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের আনুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে ইস্তেস্কার নামাজ আদায় বুধহাটায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ আলীপুর ইউপি নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন চেয়ারম্যান পদে ৩ সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ প্রার্থী রাজনগর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং ষ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সম্মেলন সহ দিনব্যাপী আলোকিত আয়োজন দেবহাটার টাউনশ্রীপুর আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী আয়োজন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ০৮ অক্টোবর, ২০২৩। ১২৫৬ – ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। ১৭৩৫ – ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসী সরকার বিজ্ঞান একাডেমির ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন। ১৮৮১ – ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। ১৮৮৫ – ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়। ১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়। ১৯৩৯ – পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়। ১৯৫৪ – হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন। ১৯৬২ – আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে। ১৯৭৩ – আদমজী জুটমিলে শ্রমিকসংঘর্ষ ও ধর্মঘট। ১৯৭৩ – ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে। ১৯৭৬ – বাংলাদেশ-পাকিস্তান তারযোগাযোগ চুক্তি। ১৯৭৭ – বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক লীগ থেকে সাবেক জামাতে। ইসলামীপন্থি সব সদস্য বহিস্কৃত। ১৯৭৭ – বিগ্রেডিয়ার মহব্বত জান চৌধুরী সশস্ত্রবাহিনীর গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল নিযুক্ত। ১৯৭৭ – ছিনতাই ঘটনার সুষ্ঠু মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতি কার্টার ও ফুকুদার কৃতজ্ঞতাজ্ঞাপন। ১৯৮০ – তেজগাঁয়ে ওলেমা সম্মেলন। ১৯৮২ – ভারত-বাংলাদেশ অর্থনৈতিক কমিশন গঠন ও তিন বিঘা চুক্তি স্বাক্ষর। ১৯৮২ – ভারত-বাংলাদেশ অর্থনৈতিক কমিশন গঠন ও তিনবিঘা চুক্তি স্বাক্ষর। ১৯৮২ – ঢাকাণ্ডদিল্লি যুক্ত ইশতেহার প্রকাশ। ১৯৮৪ – বন্যায় বাহাদুরাবাদে রেল-সেতু ধসে পড়ায় ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন। ১৯৮৫ – যুক্তরাষ্ট্রের উপণ্ডপররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হেডের আগমন। ১৯৮৯ – হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৮৯ – রিকশা সমিতির ডাকে অর্ধদিবস হরতাল। ১৯৯০ – দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়। ১৯৯১ – স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৯১ – সাংসদের প্রকাশ্য ভোটে ১৭২ ভোট পেয়ে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিচারপতি বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com