রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাঁজাসহ মহিলা আটক পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা মশিউর রহমান চেয়ারম্যান হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে সখিপুর পারুলিয়ার ব্যবসায়ীদের প্রিয় জালাল উদ্দীনের ইন্তেকাল জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন আর নেই সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতা পুত্রের দাফন সম্পন্ন আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

এফএনএস : আজ (সোমবার) ০৯ অক্টোবর, ২০২৩। ১৪৪৬ – কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়। ১৫১৪ – ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন। ১৭০৮- রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত। ১৭৭৯ – তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে। ১৮৭৪- বিশ্বে ডাক ব্যবস্থা চালু। ১৮৯৯- লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু। ১৯১১ – দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়। ১৯১১ – চীনের রাজনৈতিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু। ১৯১১- চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু। ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে। ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে। ১৯৬২- আফ্রিকান দেশ উগান্ডার স্বাধীনতা অর্জন। ১৯৭২ – বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে স্থগিত। ১৯৭৩ – যশোরের হরিণাকু- থানা লুট। ১৯৭৬ – মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়। ১৯৭৬ – খসড়া ভোটারতালিকা প্রকাশ। ১৯৭৮ – নির্বাচনী এলাকা সংশোধনী অর্ডিন্যান্স জারি। ১৯৭৯ – ঢাকায় তৃতীয় এসকাপ সম্মেলন শুরু। ১৯৮১ – জাতীয় অধ্যাপক ডঃ কাজী মোতাহার হোসেনের ইন্তেকাল। ১৯৮৪ – ত্রিপুরার বিদ্রোহীদের অস্ত্র বাংলাদেশের প্রশিক্ষণদানের অভিযোগ প্রত্যাখ্যান। ১৯৮৫ – তেজগাঁও পলিটেকনিকে সংঘর্ষে ৫ জন নিহত। ১৯৮৭ – সিপিবি নেতা মোহাম্মদ ফরহাদ (৪৯)-এর মস্কোতে ইন্তেকাল। ১৯৮৭ – ডিউক অব গ্লচেষ্টার রিচার্ড আলেকজাণ্ডারের ঢাকা আগমন। ১৯৮৯ – ৪ দিনের রাষ্ট্রীয় সফরে এরশাদের ম্যানিলা যাত্রা। ১৯৯০ – কক্সবাজার ও সন্দ্বীপে নৌকাডুবিতে ৪৮ জন জেলে নিখোঁজ। ১৯৯১ – আবদুর রহমান বিশ্বাসের রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ। শপথ-অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদরা উপস্থিত ছিলেন না। ১৯৯৩ – প্রধানমন্ত্রী জাতিসংঘে ফারাক্কা সমস্যা তুলে ধরায় ভারত ক্ষুব্ধ। ১৯৯৬ – সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৯৮ – বিএনপির সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের। ১৯৯৯ – মহালয়ার আলোচনাসভায় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ঢাকেশ্বরী মন্দিরকে জাতীয় মন্দির করা হবে।’-দৈনিক মাতৃভূমির প্রতিবেদন। ১৯৯৯ – সীমান্তে সংঘর্ষাবস্থা। বিএসএফ-এর ব্যাপক পুশইন ও শক্তিবৃদ্ধি। উত্তরাঞ্চলে বিডিআর-এর রেড অ্যালার্ট। যশোরে বিএসএফ-কর্তৃক এক বাংলাদেশীকে গুলি করে হত্যা। ১৯৯৯ – নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ। ২০০১ – সাতক্ষীরায় টার্মিনাল, কলেজ ও মুক্তিযোদ্ধা সংসদ দখল করে নিয়েছে বিএনপি সমর্থকরা। ২০০১ – স্পিকার আবদুল হামিদসহ ১৯৭ সাংসদের শপথগ্রহণ। আ. লীগ শপথ নেয়নি। কারচুপির নির্বাচন মেনে নেওয়ার কথা আমি দেইনি। যেখানে বিএনপি দুই-তৃতীয়াংশ পেয়েছে সংসদে গেলাম কি না গেলাম তাতে কিছু যায় আসেনা।-সংবাদণ্ডসম্মেলনে শেখ হাসিনা। ২০০১ – সিটি কর্পোরেশনের রুমে রুমে অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসীদের হুমকি। ২০০২ – মেহেরপুরের মুজিবনগর উপজেলার এক গ্রামে আইসক্রিম খেয়ে ৫০ জন। শিশু অসুস্থ। ফ্যাক্টরির মালিক ও কর্মচারী গ্রেপ্তার। ফ্যাক্টরি তালাবদ্ধ। ২০০২ – মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুজন। বাংলাদেশি নিহত। ২০০২ – চৌদ্দগ্রাম প্রধান শিক্ষক হাবিবুর রহমান (৫৩)-কে গুলি করে হত্যা। ২০০২ – ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠানের তিন হাজার কোটি টাকা মামলায় আটক। ২০০২ – বাগেরহাটে যুবলীগ সভাপতিসহ ৪ বিরোধী নেতা গ্রেপ্তার। ২০০২ – সংসদে বিরোধী দলের অংশগ্রহণ সরকার সব সময় উৎসাহিত করে। বারবার অনুরোধ করা সত্ত্বেও বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম জমা না দেওয়ায় সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা সম্ভব হয়নি। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যুক্তরাজ্য শাখার ৬ সদস্যের এক প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী। ২০০২ – চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা ইকবালুর রহমান বকুল (২৬) নিহত। ২০০২ – বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ২০০৩ – ইন্সপেক্টর পদমর্যাদার ৩০০ জন পুলিশ সদস্য চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরো ৩০ হাজার পুলিশ সদস্য দায়িত্বপালনে শারীরিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। ২০০৪ – নেত্রকোনা-২ আসনের উপনির্বাচনে জোট প্রার্থী আবু আব্বাছ জয়ী। ২০০৪ – আ.লীগের সাবেক এমপি মজিবুর রহমানসহ ৩ জনের দশ বছর জেল। ২০০৪ – আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।২০০৪ – সরকারের ৩ বছর পূর্তির সমাবেশ বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া : ‘আওয়ামী লীগ গ্রেনেড হামলার বিচার চায় না, ফায়দা লুটতে চায়। ২০০৪ – সুন্দরবনে পূর্ণবয়স্ক বাঘের সংখ্যা ৪১৯। প্রথম শুমারির ফল। ২০০৪ – বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩২টি বিষয়ে শতাধিক প্রতিশ্রুতি ছিল। প্রধান অঙ্গীকারগুলো তিন বছরেও পূরণ হয়নি। প্রথম আলো। ২০০৪ – সিলেট বিমান দুর্ঘটনার জন্য পাইলটদের দায়ী করে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী যে বক্তব্য দেন প্রত্যাহার করলে পাইলটদের ধর্মঘট প্রত্যাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com