রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এফএনএস : আজ (শনিবার) ২৬ এপ্রিল ২০২৫। ১৫২৬ — মুঘল স¤্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৫৫৫ — জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়। ১৫৬৪ — পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জন্ম। ১৭০১ — ব্রিটেনের জন মরিস মোগল স¤্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ১৭৭০ — ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন। ১৭৮৯ — ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৫ — যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (ংবপৎবঃ ঃৎবধঃু ড়ভ খড়হফড়হ) ইতালিকে ব্রেনার গিরিপথ (ইৎবহহবৎ ঢ়ধংং) পর্যন্ত ত্রেন্তিনো (ঞৎবহঃরহড়), তিরোল (ঞরৎড়ষ), ইস্ত্রিয়া (ওংঃৎরধ), ডালমাসিয়া (উধষসধঃরধ), দোদেকানিজে (উড়ফবপধহবংব) দিতে সম্মত হয়। ১৯১৯ — লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ — পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ — আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৫২ — জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ — মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়। ১৯৬৯ — ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৭২ — বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া। ১৯৭২ — বাংলাদেশকে লাইবেরিয়ার স্বীকৃতি দান। ১৯৭২ — হাটবাজারের ইজারাপ্রথা বিলোপ ঘোষণা। ১৯৭৩ — অসদুপায়ের জন্য ৭৮টি দোকানের লাইসেন্স ও ডিলারশিপ বাতিল। ১৯৭৪ — ৩ দিনের সরকারি সফরে বার্মার প্রেসিডেন্ট নে—উইনের ঢাকা আগমন। ১৯৭৪ — বিশেষ ক্ষমতা আইনের অধীনে বাংলাদেশবিরোধী কার্যকলাপে জন্য খান এ. সবুর, খাজা খায়েরুদ্দিন ও শফিকুর রহমান গ্রেফতার। ১৯৭৫ — কমনওয়েলথ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান কিংসটনের উদ্দেশে যাত্রা। ১৯৭৬ — সাভারে আনসারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল জিয়া। ১৯৭৭ — বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যা মামলায় ৬ জনের ১৪ বছর করে কারাদণ্ড। ১৯৭৭ — বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ৩৩১ জন শ্রমিক ও ম্যানেজার পুরস্কৃত। ১৯৭৭ — বিশিষ্ট নাট্যশিল্পী বজলুল করিমের ইন্তেকাল। ১৯৭৮ — ঢাক্তার—ইঞ্জিনিয়ারদের ধর্মঘটের অবসান। ১৯৭৮ — ঢাকায় কলেজ—শিক্ষক সমিতির সম্মেলন উদ্বোধন। ১৯৭৯ — প্রশ্নপত্র জালের ঘটনায় এসএসসি পরীক্ষা স্থগিত। ১৯৭৯ — ওলন্দাজ ও মালয়েশীয় প্রতিনিধিদলের আগমন। ১৯৮০ — দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক। ১৯৮২ — প্রেস কমিশন গঠন। ১৯৮৩ — নলছিটি (বরিশাল) থানার নাচনমহল পুলিশ ফাঁড়ি লুট, গুলি ও গণ পিটুনিতে ৫ জন নিহত। ১৯৮৬ — রাশিয়ার ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণ ঘটলে ৩১ জন নিহত ও ১৫ হাজার লোক পারমাণবিক তেজস্ক্রিয়ার স্বীকার। ১৯৮৭ — চাকমা প্রত্যাবাসন প্রশ্নে ঢাকায় বাংলাদেশ—ভারত বৈঠক। ১৯৮৮ — পার্বত্য চট্টগ্রামের মাটিরাঙ্গায় শান্তিবাহিনীর নির্মমতায় ১৪ জন নিহত। ১৯৮৯ — খরা থেকে মুক্তি পেতে প্রেসিডেন্টের আহ্বানে সারা দেশে ইসতেস্কার নামাজ আদায়। বৃষ্টি। মানিকগঞ্জে আড়াইশ মাইল বেগে টর্নেডো। ছয় শতাধিক নিহত, আহত ১৫ হাজার। ১৪টি ইউনিয়ন ধ্বংস। লক্ষাধিক গৃহহীন। ত্রাণ ও উদ্ধার তৎপরতার নির্দেশ। ১৯৯২ — রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ — রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের ঐকমত্য। ১৯৯২ — সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে। ১৯৯২ — সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com