এফএনএস : আজ (শনিবার) ০৫ মার্চ, ২০২২। তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠন (১৬৮৪)। বোস্টনে ব্রিটিশ সৈন্যদের গণহত্যা শুরু (১৭৭০)। অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা স্নাতক কাদম্বিনী ও চন্দ্রমুখীর স্নাতক ডিগ্রি লাভ (১৮৩৩)। জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা (১৯৩৩)। সোভিয়েত নেতা স্ট্যালিনের পরলোকগমন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় জনতার ভীড়ে পদদলিত হয়ে দু’হাজার লোকের মৃত্যু (১৯৫৩)। জাপানের ফুজি পর্বতে বৃটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত (১৯৬৬)। মার্টিন লুথার কিং নিহত (১৯৬৮)। হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু (২০০১)।